প্রভাত ফেরীর পৃষ্ঠপোষকতায়
একুশে একাডেমির উদ্যোগে সিডনিতে মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন
 প্রকাশিত: 
 ২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০১
 আপডেট:
 ২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২১
বাঙালির ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারী। মাতৃভাষাকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য বাঙালির সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাসও এ ফেব্রুয়ারী। বৃটিশ উপনিবেশিক শাসন শেষ হয়ে গেলেও বাঙালির পরাধীনতা সাতচল্লিশে শেষ হয়নি। মুখের ভাষার অধিকারের জন্য তাদেরকে আন্দোলন করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। সালাম, বরকত, জব্বারের রক্তমাখা বায়ান্ন সালের সেই তারিখ একুশে ফেব্রুয়ারী আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। চলতি বছরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাভাষাভাষীদের মাঝে এ দিবসকে উদযাপন করার জন্যে একুশে ফেব্রুয়ারী অস্ট্রেলিয়া ইনক্ সংগঠনটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে সিডনি থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা প্রভাত ফেরী।
আগামী ২০ ফেব্রুয়ারী ২০২১ শনিবার সন্ধ্যা ছয়টায় সিডনির হার্স্টভিল এলাকায় অবস্থিত হার্স্টভিল সিভিক থিয়েটার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও লেখিকা সেলিনা হোসেন, খ্যাতনামা জাদুকর জুয়েল আইচ এবং সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম।
কোভিড-জনিত পরিস্থিতির কারণে প্রতি বছরের নিয়মিত আয়োজন এশফিল্ড পার্কের বইমেলার পরিবর্তে এ বছর হার্স্টভিল সিভিক হলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিন অনুষ্ঠানস্থলে আয়োজকরা রক্তদান কর্মসূচী, বই এবং আর্ট প্রদর্শনী এবং নানা বইয়ের উদ্বোধনও করবেন বলে জানিয়েছেন। এ বছরের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হলে পূর্ব থেকেই নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য একুশে একাডেমির সভাপতি আবদুল মতিন (০৪১৮ ২১৮ ১৫৯) অথবা সাধারণ সম্পাদক রওনক হাসান (০৪২৩ ৩৬৭ ৬০৯) কে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে গত বছর একুশে একাডেমির এশফিল্ড পার্কের বই মেলারও পৃষ্ঠপোষক ছিল প্রভাত ফেরী পত্রিকা।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: