বাংলাদেশের অবিস্মরণীয় গৌরবময় দিন, ১৬ই ডিসেম্বর "বিজয় দিবস"


প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২২ ০১:৪৪

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০০:১৭

 

বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (ভিএঅস) সদস্যরা মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করেছেন সিডনিতে।

সংগঠনের প্রেসিডেন্ট ডঃ মাহবুবা খানম মুক্তা, জেনারাল সেক্রেটারি ডঃ সুরঞ্জনা জেনিফার রহমান, ট্রেজারার তাসরিনা নাহিদ তন্বী শুভেচ্ছা বাণী প্রদান করেছেন বিজয়ের আনন্দে।

প্রবাসে থেকেও ভি এ অসের সদস্য রা অন্তরে ধারণ করেন বাংলাদেশ।

সংগঠনের পক্ষ থেকে পাবলিকেশন্স সেক্রেটারি (সাকিনা আক্তার) এই তথ্য জানান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top