সিডনিতে ‘আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক সেমিনার
প্রকাশিত:
৬ মার্চ ২০১৯ ১০:০৮
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০২:৫৫

আত্মহত্যা বা আত্মহনন হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়া বিশেষ। আত্মহত্যার কারণগুলো হচ্ছে মানসিক বিষণ্নতা, বেকারত্ব, প্রেম, বিয়ে, ঋণ, শোকের কারণে এবং পারিবারিক কলহ ইত্যাদি।
২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিডনির ল্যাকান্বায় ‘আত্মহত্যা প্রতিরোধ’ এ করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে। সিডনির মানসিক স্বাস্থ্য এডুকেটর আবুল কালাম আজাদ খোকন এই অনুষ্ঠানের উদ্যোক্তা। আত্মহনন প্রতিরোধে জনসচেতনতা তৈরি করাই সেমিনারের মূল উদ্দেশ্য।
আজাদ খোকন বলেন, ‘আত্মহত্যাকে এক ধরনের মানসিক রোগ উল্লেখ করে এর প্রতিকারে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। বিভিন্ন ধর্মে আত্মহত্যাকে মহাপাপ মনে করা হয়। আত্মহত্যা কোনো সঠিক সমাধান নয়। যারা আত্মহত্যা করেছে তাদের অধিকাংশের বয়স ত্রিশের নিচে। কাউন্সেলিংসহ মানসিক রোগীকে যথেষ্ট সময় দেওয়া উচিৎ।’
সেমিনারে ফাদারহুড অস্ট্রেলিয়ার কো-অর্ডিনেটর রন মিশেল ও সিটি কাউন্সিলের কাউন্সিলর মো. নাজমুল হুদা বাবু বক্তব্য দেন। এ সময় তারা বলেন, ‘আত্মহত্যা প্রতিরোধে স্বজনদের বিশেষ করে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও অন্যান্যদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সেমিনারে বাংলা বার্তা সম্পাদক আসলাম মোল্লা বলেন, ‘আমরা সবাই সচেতন হলে ঘটনাগুলো কমানো সম্ভব। কারো যদি আত্মহত্যা করার মতো অবস্থা হয় তবে তাকে বোঝানো যে পৃথিবীতে তোমার বেঁচে থাকা কত দরকার।’-সংবাদ বিজ্ঞপ্তি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: