ভিএঅস গ্র্যান্ড রিউনিয়ন ২০২৫
প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হলো এ আই এস মেরিন ইনভেস্টমেন্টস
প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৬
আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৭

সিডনী, অস্ট্রেলিয়া, ১৭ - ০৯ - ২০২৫
ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া আনন্দের সঙ্গে জানাচ্ছে যে এ আই এস মেরিন ইনভেস্টমেন্টস ভি এ অস গ্র্যান্ড রিউনিয়ন ২০২৫ এর টাইটেল/প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে প্রজন্মের ফারাক ভুলে প্রাক্তন শিক্ষার্থীরা একসাথে মিলিত হয়ে পুরনো স্মৃতি ভাগাভাগি করবে, বন্ধুত্ব মজবুত করবে এবং বিদ্যালয়ের গর্ব উদযাপন করবে।
ভিএঅস (ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া) হচ্ছে অস্ট্রেলিয়ায় গঠিত প্রথম এলামনাই সংগঠন, যা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করতে কাজ করে। এই চ্যারিটি সংগঠনটি নানা ধরনের ইভেন্ট, পুনর্মিলনী ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে সদস্যদের মধ্যে সংযোগ ও সম্প্রীতি জোরদার করে আসছে।
এই বছর রিউনিয়নের একটি বিশেষ উদ্যোগ হিসেবে, ভিএঅস একটি অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে, যার মাধ্যমে সহায়তা করা হবে দুইটি কমিউনিটি সংগঠনকে —
· আলো- এনলাইটেনড ওমেন, এবং
· কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনক
এই ফান্ডরেইজিং একটি বৃহত্তর নিউ সাউথ ওয়েলস ও এ সি টি - ভিত্তিক উদ্যোগের অংশ, যার নাম “চেঞ্জ দা স্টোরি”। এই প্রকল্পের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে, বিশেষত নারীর ক্ষমতায়ন ও বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের উন্নয়নে।এই উদ্যোগে কাজ হবে গার্হস্থ্য সহিংসতার ঠেকাতে পুরুষের সহযোগিতা ও শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে।
এ আই এস মেরিন ইনভেস্টমেন্টস, টাইটেল স্পনসর হিসেবে, এই বিশেষ আয়োজনে ভিএঅসের এর পাশে দাঁড়িয়েছে। এ আই এস মেরিন ইনভেস্টমেন্টস হলো এ আই এস মেরিন গ্রুপের বিনিয়োগ শাখা, যেটি ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত একটি বহুমুখী প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় এবং মনোনীত সামুদ্রিক, অবকাঠামো, সরকারি এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো টেকসই উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাস্তব ও ইতিবাচক প্রভাব তৈরি করা।
“এ আই এস মেরিন ইনভেস্টমেন্টসকে ভিএঅস গ্র্যান্ড রিউনিয়ন ২০২৫ এর প্রধান স্পন্সর হিসেবে পেয়ে আমরা খুবই গর্বিত। এই স্পন্সরশিপ আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করতে যেমন সহায়ক, তেমনি সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
— ড. সুরঞ্জনা জেনিফার রহমান
প্রেসিডেন্ট, ভিএএউএস কমিটি
এ আই এস মেরিন ইনভেস্টমেন্টস কৌশলগত ও প্রভাবশালী বিনিয়োগের মাধ্যমে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জটিল ও উচ্চমূল্যের প্রকল্পে কাজ করে, যেখানে উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ ও অংশীদারিত্বকে গুরুত্ব দেওয়া হয়।
“ভিঅস এর সঙ্গে অংশীদার হয়ে এই রিউনিয়নে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ‘চেঞ্জ দ্যা স্টোরি ’ প্রকল্পের মাধ্যমে সমাজে যা পরিবর্তন আনতে চাওয়া হচ্ছে, তা আমাদের মূল্যবোধের সাথেও মিলে যায়। আমরা এমন একটি উদ্যোগকে সহায়তা করতে পেরে আনন্দিত, যা ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তুলতে চায়।”
— মি. শারম্যান চেং
প্রধান বাণিজ্যিক কর্মকর্তা, এ আই এস মেরিন ইনভেস্টমেন্টস
ভিএঅস গ্র্যান্ড রিউনিয়ন ২০২৫ অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর ২০২৫ তারিখে সিডনির ল্যান্টানা ভেন্যুতে । এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ, বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং স্কুল জীবনের স্মৃতি ও অর্জনের কথা স্মরণ করার আয়োজন থাকবে। বাংলাদেশী স্টার পারফর্মার " প্রিতম হাসান " এই অনুষ্ঠানে অংশ নিবেন।
এ আই এস মেরিন ইনভেস্টমেন্টস সম্পর্কে বিস্তারিত তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। তাদের ওয়েবসাইটের ঠিকানা: www.aismarine.com.au
ভি এ অসের সকল কার্যক্রম আর রিইউনিয়নের টিকেট পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে। তাদের ওয়েবসাইটের ঠিকানা:
www.vaaus.org
মিডিয়া যোগাযোগ:
সাকিনা আক্তার
ভাইস প্রেসিডেন্ট, ভি এ অস
কমিউনিকেশন কমিটি, ভি এ অস গ্রান্ড রিইউনিয়ন
ইমেইল - [email protected]
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: