৭ ই ডিসেম্বর সিডনির ওয়াইলী পার্কে বিজয় মেলা ২০১৯
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০১৯ ১৯:৫৪
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০২:৫২
বিগত বছর সফল ভাবে স্বাধীনতা মেলা করার পর এবার জিয়া ফোরাম অস্ট্রেলিয়া আগামী ৭ ই ডিসেম্বর সিডনির ওয়াইলী পার্কে, আয়োজন করতে যাচ্ছে বিজয় মেলা। আর এই মেলা করতে পৃষ্ঠপোষকতা জন্য হাত বাড়িয়ে দিয়েছে লিংকার্স গ্রুপ।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জাকির আলমের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে সাধারন সম্পাদক সোহেল মাহমুদ ইকবাল মেলার সার্বিক বিষয়ে সাংবাদিক অবিহিত করেন। তিনি জানান এবারের মেলায় বিশেষ আকর্ষন হিসাবে থাকছে বাংলাদেশের বিখ্যাত শিল্পী রিজিয়া পারভীন, ক্লোজআপ ওয়ান এর রানার আপ মেহেদী হাসান, বিখ্যাত মিউজিসিয়ান রুপতনু দাস শর্মা ।এ ছাড়া ও মেলায় আরো থাকছে রকমারী দোকান, শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড,মেধাবী ছাত্রদের জন্য থাকছে বৃত্তির ব্যবস্থা এবং শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ।
সংবাদ সম্মেলনে সিডনী থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদ পত্রের সাংবাদিক বৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন।
ব্যাবসায়ী কাজে ব্যাস্ত থাকার জন্য লিংকার্স গ্রুপের কোন প্রতিনিধি আসতে না পারলেও প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদ হাসান মোবাইল ফোনে তার শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলন আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহ জামান টিটু, ফারুক আহমেদ খান, হাবিবুর রহমান সহ অনেকে, আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া ফোরামের প্রধান উপদেষ্টা ড. হুমায়ের চৌধুরী রানা, সভাপতি মো: আরিফুল হক,সাধারন সম্পাদক সোহেল মাহমুদ ইকবাল, হায়দার আলী , মিতা কাদরী, ফরিদ মিয়া , মন্জুরুল হক আলমগীর, মিজানুর রহমান সহস অন্যান্য সদস্য বৃন্দ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: