ঐতিহাসিক ৭ ই মার্চ ২০২০ মুজিববর্ষে অস্ট্রেলিয়ায় জয়যাত্রা টিভির নতুন দিগন্তের সূচনা
 প্রকাশিত: 
 ১৭ জানুয়ারী ২০২০ ০২:৫৮
 আপডেট:
 ১৭ জানুয়ারী ২০২০ ০৩:০৪
                                প্রভাত ফেরী: ‘আর্তমানবতার সেবায় আমাদের এই পথ চলা' স্লোগানে এগিয়ে চলা প্রবাসবান্ধব বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল জয়যাত্রা টিভি, সফলতার সাথে দ্বিতীয় বর্ষ অতিক্রম করছে। দেশের সীমানা পেরিয়ে প্রবাসের বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসীদের সুখ দুঃখের খবর পরিবারের কাছে পৌঁছে দিতে অগ্রনী ভূমিকা রেখেছে এই জনপ্রিয় টিভি চ্যানেলটি ।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের জয়জাত্রা কর্তৃক আরো বেশি সেবা প্রদানের লক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহর সভাপতিত্বে সিডনির রকডেলের ২ উইলিয়াম স্ট্রিটে সিডনি স্টুডিও, অস্ট্রেলিয়া উদ্বোধন করা সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জয়যাত্রা টিভি অস্ট্রেলিয়ার উদ্যোগে আগামী ৭ মার্চ ২০২০ জয়যাত্রা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী ও সিডনি স্টুডিও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জয়যাত্রা টিভির চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ সরকারের সিআইপি হেলেনা জাহাঙ্গীর।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের এই সাহসী নারী উদ্যোক্তা ও জয়যাত্রা টিভি অস্ট্রেলিয়া, যৌথভাবে কয়েকটি ক্ষেত্রে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।
Venue : St. Goerge Rowing Club,
1 Levey St,Wolli Creek, NSW, 2205
Date: 07 March 2020
Time: 06.00pm
( উল্লেখ্য, অনুষ্ঠানটি সরাসরি জয়যাত্রা টিভিতে লাইভ সম্প্রচার হবে, তাই সকল অতিথিকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার বিশেষ অনুরোধ করা হয়েছে)
যেকোন প্রয়োজনেঃ 
0413006887 
রহমত উল্লাহ 
পরিচালক, জয়যাত্রা টিভি অস্ট্রেলিয়া 
0406174723
বেলাল হোসাইন 
প্রতিনিধি, জয়যাত্রা টিভি
(বি. দ্র. ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে )
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: