ভুয়া ড্রাইভিং লাইসেন্সের কারণে আফগান অভিবাসীর অস্ট্রেলিয়ান নাগরিকত্ব বাতিল
 প্রকাশিত: 
 ২২ জানুয়ারী ২০২০ ০৫:১৪
 আপডেট:
 ২২ জানুয়ারী ২০২০ ০৫:২৪
                                ২৬ বছর বয়সী আলী হায়দারী আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন শরণার্থী হিসেবে নৌকায় চড়ে ২০১০ সালের ফেব্রুয়ারী মাসে। সে বছরেই তিনি স্থায়ী প্রটেকশন ভিসায় অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি পান। পরবর্তীতে যথানিয়মে ২০১৪ সালে তিনি অস্ট্রেলিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করলেও ২০১৭ সালে তার এই আবেদন বাতিল করে দেয় সরকার। কারণ তিনি নানা পরিচয়পত্রের সাথে একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স জমা দিয়েছিলেন যা তিনি তার এক বন্ধুর মাধ্যমে দেশ থেকে বানিয়ে এনেছিলেন।
অস্ট্রেলিয়ান নাগরিকত্বের জন্য আলী হায়দারী ২০১৪ সালের নভেম্বর মাসে আবেদন করেছিলেন এবং এক মাসের কিছু বেশি সময়ের মাঝেই তা গৃহীত হয়। কিন্তু ২০১৭ সালের আগষ্ট মাসে যখন দেখা যায় যে তিনি অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আগে একটি ভুয়া আফগান ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেছিলেন, তখন তার নাগরিকত্ব বাতিল করা হয়।
তিনি স্বীকার করেন যে তিনি পাকিস্তানে তার বন্ধুর মাধ্যমে টাকা দিয়ে এই লাইসেন্সটি বানিয়ে এনেছিলেন এবং তা ব্যবহার করে কুইনসল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেছিলেন।
সরকারী ডিপার্টমেন্ট কর্তৃক নাগরিকত্ব বাতিলের এই সিদ্ধান্তের বিপরীতে তিনি আপীল করলেও এডমিনিস্ট্রেটিভ আপীল ট্রাইবুনাল তার এই কাজের মাধ্যমে ‘গুড ক্যারেক্টার’ বা গ্রহণযোগ্য চারিত্রিক মানের ঘাটতি রয়েছে যুক্তিতে তার আবেদন প্রত্যাখ্যান করেছে। 
আপীল ট্রাইবুনালের একজন সদস্য গণমাধ্যমকে বলেছেন, আলী তার এই কাজের মাধ্যমে অন্যান্য সড়ক ব্যবহারীদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। নিয়মকে অগ্রাহ্য করার সুযোগ না থাকলেও সে তা করেছে, তার অতীত কাজকর্মে এর প্রমাণ পাওয়া গিয়েছে। সুতরাং ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে জাল দলীল প্রদান করার মতো মারাত্মক অপরাধকর্ম করার কারণেই তার নাগরিকত্ব সম্পর্কে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই তিনি জানিয়েছেন।
সূত্রঃ এস বি এস
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: