নদী দখলমুক্তির অভিযান চলবেই : নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২০
আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০৮:২৩

সরকারের চেয়ে কেউ প্রভাবশালী হতে পারেন না এবং নদী দখলকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের উচ্ছেদে সরকারি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
প্রসঙ্গত, নতুন সরকার শপথ নেয়ার পর শুধুমাত্র বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে এরইমধ্যে তিন দফায় উচ্ছেদ অভিযান চালিয়েছে নৌমন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এই অভিযানে গত আট দিনে দেড় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: