সিএনজি চালক যাত্রীকে খুঁজে বের করে ৬ লাখ টাকা ফিরিয়ে দিলেন
প্রকাশিত:
১২ মে ২০১৯ ০৬:২৭
আপডেট:
৫ মে ২০২৫ ১৪:৩০

ব্যবসায়ী যাত্রীকে খুঁজে বের করে ৬ লাখ টাকা ফিরিয়ে দিলেন সিএনজি চালক আবদুল আলিম। সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এ ঘটনাটি পাবনার সাঁথিয়ার।
দরিদ্র এই সিএনজি চালকের বাড়ি উপজেলার কাশীনাথপুরের টাংবাড়ি। চালক সন্তান-সন্ততি নিয়ে অতি কষ্টে দিনযাপন করলেও সততা ও নীতির প্রশ্নে মাথা নত করেননি তিনি।
জানা গেছে, শনিবার নগরবাড়ি ঘাটের এক ধনী ব্যবসায়ী ভুলক্রমে ৬ লাখ টাকা আলিমের সিএনজিতে ফেলে রেখে যায়। আবদুল আলিম পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ওই ব্যবসায়ীকে খুঁজে বের করে টাকাটা ফেরত দেন।
টাকা হারিয়ে ওই ব্যবসায়ী হয়তো শোকে এতই কাতর ছিলেন। টাকা ফেরত পেয়েও সিএনজি চালক আলিমকে ধন্যবাদ দেয়া বা কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে গেলেন।
এই রমজান মাসে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল বৃদ্ধি করে গরীবের রক্ত চুষলেও গরীব আলিমরা এভাবেই ব্যবসায়ীদের সম্পদ রক্ষা করে চলেছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: