বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা


প্রকাশিত:
১২ মে ২০১৯ ১৭:৩২

আপডেট:
৫ মে ২০২৫ ১৪:২৬

বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা

আগামী বৌদ্ধ পূর্ণিমায় বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আত্মঘাতী হামলা চালাতে পারে জঙ্গি গোষ্ঠী জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা ইসলামিক স্টেট (আইএস)। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) বরাত দিয়ে শনিবার (১১ মে) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ।



উল্লেখ্য, আগামী শনিবার ভারত-বাংলাদেশে বৌদ্ধ পূর্ণিমা পালন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।



আইবি রিপোর্ট থেকে জানা যায়, বুদ্ধ পূর্ণিমার দিন পশ্চিমবঙ্গে হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। শ্রীলঙ্কার মতো মূলত আত্মঘাতী জঙ্গি হামলাই হতে পারে। বাংলাদেশের জামাত–উল–মুজাহিদিন কিংবা আইএস জঙ্গিরা বুদ্ধপূর্ণিমার দিন পশ্চিমবঙ্গের বৌদ্ধ এবং হিন্দু মন্দিরগুলিতে আত্মঘাতী হামলা চালাতে পারে। একই কায়দায় আইএসের মহিলা জঙ্গিরা রমজান মাসে এ রাজ্যের বিভিন্ন মন্দিরে ফিদায়েঁ কায়দায় হামলা চালাতে পারে বলে খবর গোয়েন্দাসূত্রে খবর।



শ্রীলঙ্কায় সম্প্রতি ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দু’‌শোরও বেশি মানুষ। হামলার দায় নেয় আইএস। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে মহিলা জঙ্গিদের সামনে রেখে নাশকতার ছককে বাস্তবায়িত করা হতে পারে।



নির্দিষ্ট ভাবে বলা হয়েছে, বুদ্ধপূর্ণিমার দিন বৌদ্ধ মন্দিরে অথবা রমজানে মাসে অন্য কোনও মন্দিরে ভক্ত সেজে ঢুকে হামলা চালানো হতে পারে। এমনকি নিরাপত্তারক্ষীদের নজর এড়াতে গর্ভবতী মহিলা সেজে পেটের মধ্যে বিস্ফোরক লুকিয়ে মন্দিরে ঢোকার মতো নতুন কৌশল জঙ্গিরা নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে কোনও ভাবে ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন।



প্রশাসন সূত্রে খবর, কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন বৌদ্ধ এবং হিন্দু মন্দিরে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। সুরক্ষা বাড়ানো হচ্ছে অন্যান্য জায়গারও। এর পাশাপাশি বাংলাদেশেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ যেকোনও জায়গায় এই হামলার ঘটনা ঘটতে পারে। সূত্র: জি নিউজ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top