নারায়ণগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত:
১৪ আগস্ট ২০১৯ ০৭:৪১
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৫:৪৭

প্রভাত ফেরী ডেস্ক: ডজনখানেক মামলার আসামি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন কুট্টিকে (৩৬) গ্রেফতার। র্যাব- ১১ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।
দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল। তাকে গ্রেফতারে ইতোপূর্বে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে র্যাব। অবশেষে সোমবার দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুরস্থ কোনাপাড়া রেললাইন থেকে কুট্টিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে কুট্টিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, কুট্টি জানিয়েছে প্রায় ১৫ বছর ধরে মাদক কারবারে জড়িত। সোনারগাঁ থানার নানাকি এলাকায় তার একটি গোপন বাড়ি রয়েছে। সেখানে অবৈধ মাদকদ্রব্য মজুত রাখে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গোপন বাড়িতে তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে কুট্টি আরও জানিয়েছে প্রথম দিকে হেরোইন বিক্রি করলেও পরে পাইকারি ইয়াবা বিক্রি করতো। কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় খুচরা মাদক বিক্রেতাদের সরবরাহ করতো। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় খুনসহ আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: