মেঘনা নদী থেকে ৯ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০১৯ ০০:১৩
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৩:০১
প্রভাত ফেরী ডেস্ক: মেঘনা নদীর মোহনা থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম লাগোয়া মাছকাটা নদী সংলগ্ন মেঘনা নদীর মোহনা থেকে সোমবার রাতে মরদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রবিবার দুপুরে ঝড়ের কবলে পড়ে জেলেসহ তোফায়েল মাঝির একটি ট্রলার ডুবে যায়।
উদ্ধার হওয়া জেলেরা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকার বাসিন্দা।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত কামাল দালাল (৩৫), আব্বাস মুন্সি (৪৫), হাসান মোল্লা (৩৮), রফিক বিশ্বাস (৫৫), নুরুন্নবী বেপারী (৩০), মফিজ মাতুব্বর (৩৫), নজরুল ইসলাম (৩৫), কবির হোসেন (৪০), মো. বিল্লালের (৩২) মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের পরিচয় নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে স্থানীয় জেলেরা ওই এলাকার মেঘনা নদীতে একটি ট্রলারের এক অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মেহেদীগঞ্জ থানার পুলিশ ওই ট্রলারটিকে উদ্ধার করলে ট্রলারের কেবিন থেকে ৯ জেলের লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রোববার (১০অক্টোবর) চাঁদপুর জেলার মৎস্যঘাট থেকে মাছ বিক্রি করে থেকে উত্তাল মেঘনা নদী দিয়ে চরফ্যাশন উপজেলা আব্দুল্লাহপুর আসছিল ২৪ জেলে। দুপুরের দিকে ইলিশা মেঘনা নদীতে প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। এরপর ১০ জন জেলেকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করা হয় ওই দিন। পরে ১৩ জেলে নিখোঁজ থাকে। আজ আরও ৯ জেলের লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ ৪ জেলে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: