এবার ১৫ দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট, লঞ্চ চলাচল বন্ধ
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৯ ২৩:৪৮
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৩:০৩

প্রভাত ফেরী ডেস্ক: সড়ক পরিবহন আইন কার্যকর নিয়ে সড়কে পরিবহন শ্রমিকদের নৈরাজ্য কাটিয়ে ওঠার পর, এবার সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই ১৫ দফা দাবিতে ঢাকার সদরঘাটসহ, চাদঁপুর ও বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন নৌ-যান শ্রমিকরা। ‘শ্রমিক অধিকার সংরক্ষক’ নামে একটি সংগঠনের ডাকে কর্মবিরতির কারণে বুধবার সকালে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন।
আন্দোলনরত নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুক জানান, শ্রমিকদের খাবার ভাতা, নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, পথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে চলছে এই কর্মবিরতি। দাবি দাওয়ার বিষয়ে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রম মন্ত্রণালয়ে বৈঠক হওয়া কথা রয়েছে। ধর্মঘটের কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না কোন লঞ্চ।
সরেজমিনে সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, চাদঁপুর ও শরিয়াতপুরের যাত্রীরা সকালে লঞ্চ টার্মিনালে এসে বিপাকে পড়েছেন। যাত্রীরা অভিযোগ করেন, শ্রমিক সংগঠন কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া লঞ্চ চলাচল বন্ধ রাখায় শত শত যাত্রী টার্মিনালে আটকা পড়েছেন।
গত ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। ধর্মঘটের কারণে মোংলাবন্দরের চ্যানেলে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাই বন্ধ থাকে। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জসহ বিভিন্ন অভ্যন্তরীণ বন্দরে পণ্য ওঠানামায় বিঘ্ন ঘটে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: