টঙ্গীতে কাল থেকে শুরু বিশ্ব ইজতেমা, আসতে শুরু করেছে মুসল্লিরা
 প্রকাশিত: 
 ৯ জানুয়ারী ২০২০ ২২:১৭
 আপডেট:
 ১০ জানুয়ারী ২০২০ ০৯:১১
                                প্রভাত ফেরী ডেস্ক: বিশ্ব মুসলীম জাহানের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় সমাবেশ ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা কাল শুক্রবার থেকে শুরু হবে প্রথম পর্ব। শুক্রবার থেকে শুরু হলেও বৃহস্পতিবার মাগরিব বাদ আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে তবলিগ জামাতের এ ইজতেমা। বিশ্ব ইজতেমা ময়দানে বুধবার থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেছেন। আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা।
মাঝে ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি শুক্রবার থেকে। ১৯ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের সমাপ্তির ঘটবে ২০২০ সালের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা ময়দানে এটি হবে ৫৫তম বিশ্ব ইজতেমা। মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলসহ দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ তবলিগ অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইজতেমার মুসল্লিদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
জিম্মাদারদের উদ্দেশে বয়ান শুরু:  টঙ্গীর তুরাগ তীরের ৫৫তম বিশ্ব ইজতেমা সন্নিকটে। ঈমানি চেতনা জাগ্রত করার মানসেই দেশ ও দেশের বাইরে থেকে এ ময়দানে সমবেত হয় মুমিন মুসলমান। বাদ ফজর শুরু হয়েছে জেলা জিম্মাদারদের উদ্দেশে বয়ান। শুক্রবার প্রথম পর্বে আলমি সাথীরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবে। ইতোমধ্যে ইজতেমা ময়দানে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছে। গতকালই প্রায় সব জেলার জিম্মাদাররা টঙ্গীর ময়দানে এসে উপস্থিত হয়েছেন।
বুধবার বাদ ফজর থেকে জেলার জিম্মাদারদের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করা হচ্ছে। এদিকে মুসল্লিদের অবস্তানের জন্য মাঠ প্রায় প্রস্তুত। দেশব্যাপী আলেম-ওলামাদের ব্যাপক সমাগমে এবারের ইজতেমায় অনেক মুসল্লির সমাগম হওয়ার কথা চিন্তা করে ইজতেমার ময়দানে ২৪টি খিত্তা বাড়ানো হয়েছে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: