গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরিক্ষার্থীসহ ৩ স্কুলছাত্রের
 প্রকাশিত: 
 ২৯ জানুয়ারী ২০২০ ০৮:২৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:১৮
                                প্রভাত ফেরী ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে মো ট্রেনের ধাক্কায় ৩ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা তিনজনই মটরসাইকেলে আরোহী ছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বিশ্বানাথপুর রেল ক্রোসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী নাওরাদোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হিরণ্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান রুহিন (১৫) ও মো. লাবু খন্দাকারের ছেলে আল আমিন খন্দকার (১৫)।
দুর্ঘটনা আহত একই স্কুলের দশম শ্রেণির ছাত্র হিরণ্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহানকে (১৫) মুমূর্ষ অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে সকালে স্কুলে আসে চার বন্ধু। প্রতিযোগিতা শেষে একটি মোটরসাইকেলে তারা বিদ্যালয় থেকে ব্যাসপুরের উদ্দেশে রওনা দেয়। পথে বিশ্বনাথপুর রেল ক্রসিং অতিক্রম করার সময় রাজবাড়ীগামী লোকাল ট্রেনের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ১ জন আহত হয়।
এসআই আমিনুর রহমান জানান, মারাত্মক আহত মো. সোহানকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে।
বিষয়: গোপালগঞ্জ

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: