পদ্মাসেতুতে বসলো ২৪তম স্প্যান, দৃশ্যমান সেতুর ৩.৬ কিলোমিটার
 প্রকাশিত: 
 ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০১
 আপডেট:
 ১২ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৩
                                প্রভাত ফেরী ডেস্ক: শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ৩০ ও ৩১ নম্বর পিলারের উপর বসেছে ২৪তম স্প্যান ‘৫-এফ’। আর এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৩ হাজার ৬০০ মিটার (৩.৬ কিলোমিটার)। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বসানো হয় স্প্যানটি।
পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৪তম স্প্যানটি বহন করে জাজিরা প্রান্তে নেয়া হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘আজ সেতুর ২৪তম স্প্যান জাজিরা প্রান্তে ৩০-৩১ নম্বর পিয়ারের ওপর স্থাপন করা হলো। এতে মূল সেতুর ৩৬০০ মিটার স্প্যান স্থাপন সম্পন্ন হলো। সেই সঙ্গে আজ সেতুর ৮ নম্বর পিয়ারের কাজও শেষ হয়েছে। সেতুর ৪২টি পিয়ারের মধ্যে আজকেরটিসহ ৩৮টি পিয়ারের কাজ শেষ হলো।’
সূত্রে জানা যায়, এভাবে নিয়মিত স্প্যান বসাতে পারলে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ৪১টি স্প্যান বসানো শেষ হবে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।
বিষয়: পদ্মা সেতু

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: