দক্ষিন আফ্রিকায় সড়ক দূর্ঘটনায় ২ ভাইসহ নিহত ৩
 প্রকাশিত: 
 ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:০২
 আপডেট:
 ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৬
                                প্রভাত ফেরী ডেস্ক : দক্ষিণ আফ্রিকার নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় বৃহস্পতিবার বিকেলে একটি লরি চাপায় দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন-দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বানাপুকুর পাড়ার সাহাবউদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।
দুই সহোদরের বড় ভাই আশরাফুল ইসলাম নয়ন জানান, ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার দুই ভাইসহ সোনাগাজীর জামশেদুর রহমান নিহত হন।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: