বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ১৭ শতাংশ এবং শিশুদের ১৪ শতাংশ মানসিক রোগে আক্রান্ত
 প্রকাশিত: 
 ৮ নভেম্বর ২০১৯ ০০:১৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১২:২৪
                                প্রভাত ফেরী ডেস্ক: দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে প্রায় ১৭ শতাংশ ও শিশুদের ১৪ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৭ শতাংশ মানসিক অবসাদজনিত (ডিপ্রেশন) এবং শিশুদের মধ্যে ৫ দশমিক ৯ ভাগ স্নায়ুবিকাশজনিত মানসিক সমস্যায় ভুগছে। আক্রান্তদের ৯২ ভাগ কোনও চিকিৎসা নেয় না। ‘জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে আয়োজিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের (২০১৮-১৯) ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি ছিলেন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে। জরিপের তথ্য তুলে ধরে বলা হয়, শিশুদের ৭ থেকে ১৭ বছর বয়সী ১৪ শতাংশের মানসিক সমস্যা আছে। তাদের ৯৫ শতাংশ চিকিৎসা নেয় না।
এর আগে ২০০৩-২০০৫ সালে সর্বশেষ মানসিক স্বাস্থ্য জরিপ পরিচালিত হয়েছিল। ওই জরিপের তুলনায় বর্তমানে মানসিক সমস্যা বেড়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলালউদ্দিন আহমেদ জানান, প্রাপ্তবয়স্ক ১৬ দশমিক ৮ শতাংশ মানসিক রোগীদের মধ্যে ৯২ শতাংশ কোনো প্রকার চিকিৎসা গ্রহণ করে না। অপরদিকে ১৩ দশমিক ৬ ভাগ শিশু রোগীদের মধ্যে ৯৪ শতাংশই কোনো প্রকার চিকিৎসা গ্রহণ করে না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগে চলতি বছরের এপ্রিল থেকে জুনে এ জরিপ কার্যক্রম পরিচালিত হয়।জরিপ করা হয় প্রাপ্তবয়স্ক ৭ হাজার ২৭০ জন ও ২ হাজার ২৪৬ জনের ওপর।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: