চাকরিতে প্রবেশে ডোপ টেস্ট, চালু হলো মাদকের তথ্য হটলাইন
 প্রকাশিত: 
 ২ জানুয়ারী ২০২০ ০০:৫১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:০৬
                                প্রভাত ফেরী ডেস্ক: মাদক প্রতিরোধে এবার হটলাইন চালু করলো মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। হটলাইন ০১৯০৮৮৮৮৮৮৮ নম্বরে ফোন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদকের তথ্য জানানো যাবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তির নাম ও ঠিকানা গোপন রাখবে। মাদক দমনে জনসাধারণকে সম্পৃক্ত করতে এ হটলাইন চালু করা হয়েছে। অন্যদিকে সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট চালু হয়েছে। মঙ্গলবার অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ এসব তথ্য জানান।
জামাল উদ্দীন আহমেদ বলেন, সপ্তাহব্যাপী (২ জানুয়ারি থেকে) অনুষ্ঠান ও কর্মসূচির পাশাপাশি বছরব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মাদকবিরোধী ক্যাম্পেইন জোরদার করা হবে। জনগণকে সম্পৃক্ত করতে চালু হচ্ছে হটলাইন। হটলাইন নম্বরে কল দিয়ে সাধারণ জনগণ দেশের যেকোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেশের যেকোনো প্রান্ত বসে আমাদের মাদকের তথ্য জানাতে পারবেন। যেকোনো সহযোগিতাও নিতে পারবেন।
তিনি বলেন, সরকারি, আধা-সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট চালু হয়েছে। এটা সার্বজনীন করার চেষ্টা চলছে। কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট করা হচ্ছে। পর্যাযক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটা চালু করা হবে। মাদক নির্মূলে সারা দেশের নিরাময় কেন্দ্রগুলোকে এক কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। এ ছাড়া এ বছর চালু হওয়া ডোপ টেস্টের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলেও জানান জামাল উদ্দীন।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: