পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল


প্রকাশিত:
২৫ আগস্ট ২০১৮ ১৫:৪৩

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০২:৩৫

পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষপর্যায়ে বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। শুক্রবার সেনাবাহিনীর এক বিবৃতিতে এ রদবদলের কথা জানানো হয়েছে। খবর দ্যা নিউজ



পাকিস্তানে লে. জেনারেল নাদিম রাজাকে চীফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নাদিম রাজা লে. জেনারেল বিলাল আকবরের স্থলাভিষিক্ত হবেন। আর বিলাল আকবরকে রাওয়ালপিন্ডি ক্রপসের কমান্ডার (দশম কোর) হিসেবে নিয়োগ করা হয়েছে।



অন্যদিকে লে. জেনারেল শাহিদ বিয়াজ মির্জাকে আইজিসি এন্ড আইটি ( ইন্সপেক্টর জেনারেল কমিউনিকেশন এন্ড আইটি), লে. জেনারেল হুমায়ুন আজিজকে করাচি ক্রপসের কমান্ডার (পঞ্চম কোর), লে. জেনারেল মোহাম্মদ নাইম আশরাফকে মুলতান ক্রপসের কমান্ডার (দ্বিতীয় কোর) এবং লে. জেনারেল আব্দুল্লাহ ডোগারকে এইচআইটির চেয়ারম্যান করা হয়েছ।



ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর সেনাবাহিনীতে এই প্রথম উচ্চ পর্যায়ে রদবদল করা হলো।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top