মসজিদে মোদি, বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনা
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:২১
আপডেট:
৪ মে ২০২৫ ১৬:৫৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্য প্রদেশের ইন্দোর শহরের একটি মসজিদে গিয়েছিলেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে ভারতজুড়ে।
সমালোচকরা বলছেন, ভোটের জন্যই তিনি বোহরা সম্প্রদায়ের ওই মুলনমানদের উপসনালয়ে গিয়ে ইসলামের ত্যাগ ও শান্তির বার্তা দিয়েছিলেন মোদি।
বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সচিব মিলিন্দ পারান্দে বলেছেন, জানি না প্রধানমন্ত্রী কী ভেবে মসজিদে গেলেন, ওনার কী হয়েছিল। ওনাকে বিষয়টা জিজ্ঞেস করতে চায়। প্রত্যেকেরই উচিত নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী আচরণ করা।
তিনি বলেন, ভারতে যদি কাউকে রাজনীতিতে থাকতে হয় তাহলে তাকে হিন্দুদের কথা ভাবতেই হবে, সে যে রাজনৈতিক দলেরই হোক।
বিশ্ব হিন্দু পরিষদের দাবি, ভারতে রাজনীতি করতে হলে আগে হিন্দুদের স্বার্থ রক্ষা করতে হবে। অন্য কোনো ধর্মের কথা ভাবার আগে হিন্দুদের কথা মোদির ভাবা উচিত ছিল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: