করোনা ভাইরাস: একদিনে নিউইয়র্কে ১০ বাংলাদেশীর মৃত্যু, সিঙ্গাপুরে আক্রান্ত ২৬০০ জন
 প্রকাশিত: 
 ১৯ এপ্রিল ২০২০ ২৩:০৩
 আপডেট:
 ২০ এপ্রিল ২০২০ ০৪:২১
                                
প্রভাত ফেরী: নিউইয়র্কে করোনাভাইরাসে বাংলাদেশীদের মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় শহরটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ বাংলাদেশী প্রাণ হারিনয়েছেন। এ নিয়ে গত ৩২ দিনে নিউইয়র্কে এই মহামারিতে ১৫২ বাংলাদেশীর মৃত্যু হলো। অপরদিকে সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমণ বেশ দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৮৮ জন৷ এর মধ্যে বাংলাদেশি রয়েছে ২ হাজার ৬০০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭৪০ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ পর্যন্ত ১১ জন।
সিঙ্গাপুরে বাংলাদেশীরা বেশি আক্রান্ত: সিঙ্গাপুরে করোনার সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল এস-১১ ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মোট ১৩টি ডরমিটরিকে আইসোলেশন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এসব ডরমিটরিতে বাংলাদেশের নাগরিকই বেশি থাকে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। শনিবার নতুন করে ৯৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৭০ জনই বাংলাদেশী।
শুক্রবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয় ৭২৮ জন। এর মধ্যে ৫২০ জন বাংলাদেশী। এছাড়া বৃহস্পতিবার ৪৪৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তাদের মধ্যে ৩৪৪ জনই বাংলাদেশী। বুধবার ৩৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ১৭১ জনই বাংলাদেশি।
এর আগে, মঙ্গলবার ৩৮৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তাদের মধ্যে ২০৯ জনই বাংলাদেশী। সোমবার ২৩৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ১২৫ জনই বাংলাদেশী। রোববার ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৯ জনই বাংলাদেশী।
নিউইয়র্কে ১৫২ বাংলাদেশীর মৃত্যু: নিউইয়র্কে করোনাভাইরাসে বাংলাদেশীদের মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় শহরটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ বাংলাদেশি প্রাণ হারিনয়েছেন। এ নিয়ে গত ৩২ দিনে নিউইয়র্কে এই মহামারিতে ১৫২ বাংলাদেশির মৃত্যু হলো।
একই দিন মিশিগান রাজ্যে একজনের মৃত্যু নিয়ে একদিনে সর্বাধিক ১১ বাংলাদেশী করেনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আর মিশিগান রাজ্যে মোট ৬ বাংলাদেশি মারা গেছেন করোনায়। এছাড়াও নিউজার্সিতে ৬ জন, ভার্জিনিয়া রাজ্যে ২ ও মেরিল্যান্ড রার্জে একজন বাংলাদেশি করোনায় প্রাণ হারিয়েছেন।
শনিবার নিউইয়র্কে মারা গেছেন সুপার শপ টিজে ম্যাক্সের কর্মী রাইয়্যান আহমেদ, বাংলাদেশ পুজা পরিষদের সহসভাপতি ও ব্যবসায়ী বিদ্যাচরন দত্ত গোপাল (৫৫), নর্থ বঙ্কস বাংলাদেশ অ্যাসেসিয়েশনের কোষাধক্ষ্য সাগর নন্দী (৫৩), ম্যানহাটানের রেস্টুরেন্ট কর্মী আব্দুল গনি (৫৫), ইয়োলো ট্যাক্সি চালক শাহজালাল সরকার (৪৭), আব্দুল হামিদ (৮০), বাংলাদেশ ইয়োলো সোসাইটির সদস্য নিউইয়র্কে নি:সঙ্গ জীবন যাপনকারী নিরঞ্জন মল্লিক (৬৫), ফিরোজ কবীর, গৌরাঙ্গ চন্দ্র (৫৫)। আগের রাতে মারা গৃহবধূ দেওয়ান।
শনিবার দুপুরে মিশিগানের ওয়ারেন সিটিতে পাঁচ দিন হাসপাতালে থেকে করেনায় মারা গেছেন তজম্মুল আলী ৭০)।
বিষয়: করোনা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: