কলকাতায় ১৪ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি
প্রকাশিত:
৩০ জুন ২০২০ ২১:১২
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৫:২১

প্রভাত ফেরী: কলকাতায় করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যেও আশার আলো দেখা দিয়েছে। ১৪.৩৯ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি এরইমধ্যে তৈরি হয়ে গিয়েছে। আইসিএমআরের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। মাসখানেক আগেই কলকাতা ও একাধিক জেলায় বেশ কিছু মানুষের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষা করেই রীতিমতো সন্তোষ প্রকাশ করেছে আইসিএমআর।
একইভাবে সংস্থার ওই সমীক্ষায় দেখা গিয়েছে, কলকাতার পাশে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ২.৫ শতাংশ মানুষের শরীরে করোনা প্রতিরোধের অ্যান্টিবডি মিলেছে। সোমবার স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭২ জন। যা এ রাজ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। শুধু কলকাতাতেই একদিনে ১৭১ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে। কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৭৩ জন ।
এদিকে করোনা প্রতিরোধে মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরির প্রবণতা আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, করোনা অ্যান্টিবডি শনাক্তকরণের মাধ্যমে বোঝা যাবে যে কত মানুষ নিজেদের অজান্তেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিষয়: করোনা
আপনার মূল্যবান মতামত দিন: