পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার, আক্রান্ত ২ লাখ


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২০ ২১:২০

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ১৫:৫৪

 

প্রভাত ফেরী: প্রাণঘাতী করোনাভাইরাসে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন তিন হাজার ১৮৯ জন। করোনার সংক্রমণ এবং মৃত্যু উদ্বেগ বাড়ালেও সুস্থতার হার কিন্তু স্বস্তি এনেছে রাজ্য প্রশাসনের।

সোমবার রাজ্যে সুস্থতার হার ছিল ৮৬.১৬ শতাংশ। মঙ্গলবার তা বেড়ে হয় ৮৭.২৮ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার সুস্থতার হার ৮৭.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ৬৭৩। আক্রান্তের পাশাপাশি সুস্থের সংখ্যাও বাড়ছে। এখনও পর্যন্ত দুই লাখ পাঁচ হাজার ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৯৮ জন।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৫ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা চার হাজার ৫৪৪। সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬০ জন। সেখানে উত্তর ২৪ পরগনায় ৬৩২ জন সংক্রমিত হয়েছেন।

অন্যদিকে ২৪ ঘণ্টায় রাজ্যে যে ৬১ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১২ জন কলকাতার এবং ১১ জন উত্তর ২৪ পরগনার। দক্ষিণ ২৪ পরগনায় এদিন নতুন আক্রান্তের সংখ্যা ২০২। হাওড়ায় ১৮৩, হুগলি ১৯১, পশ্চিম বর্ধমান ১১৯, পূর্ব মেদিনীপুরে ১০৫, পূর্ব বর্ধমানে ৭৫, পশ্চিম মেদিনীপুরে ১০৩ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।

এছাড়া দক্ষিণ দিনাজপুরে ৪৭, দার্জিলিঙে ৮৯, কোচবিহারে ৮৭, জলপাইগুড়িতে ৬৯ ও উত্তর দিনাজপুরে ৪২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top