রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০
 প্রকাশিত: 
 ১৫ নভেম্বর ২০২০ ২৩:১৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২৩:১৭
 
                                
প্রভাত ফেরী: ইউরোপের দেশ রোমানিয়ায় শনিবার সন্ধ্যায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালে আইসিইউ থেকে ছড়িয়ে পড়া এ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি বিভাগ থেকে এ অগ্নিকাণ্ড ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
মৃতদের সবাই করোনা রোগী ছিলেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় দগ্ধ হয়েছেন এক চিকিৎসকসহ আরও সাত জন। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থাও সংকটাপন্ন। দগ্ধ চিকিৎসক মূলত রোগীদের উদ্ধার করতে গিয়ে নিজেই আগুনের মধ্যে পড়ে যান বলে জানা গেছে।
পিয়াত্রা নিয়ামস কাউন্টি হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত আইসিইউতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আইসিইউতে আট জনের এবং পাশের কক্ষে আরও দুই জনের মৃত্যু হয়।
রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, দগ্ধ রোগীদের পূর্ব রোমানিয়ার ইয়াসি শহরের কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে যে চিকিৎসক রোগী দেখছিলেন তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানান মন্ত্রী। ওই চিকিৎসককে রাজধানী বুখারেস্টের একটি হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু। বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে রোমানিয়ার স্বাস্থ্য পরিকাঠামো অপেক্ষাকৃত দুর্বল। বিদ্যমান করোনা মহামারিতে দেশটির স্বাস্থ্য পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, রোমানিয়ায় এখন পর্যন্ত তিন লাখ ৫৩ হাজার ১৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আট হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ হাজার করোনা রোগী। এর মধ্যে আইসিইউতে রয়েছেন এক হাজার ১৭২ জন।
রোমানিয়ায় এর আগে সর্বশেষ বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০১৫ সালে। ওই বছর রাজধানী বুখারেস্টের নাইট ক্লাবে এক অগ্নিকাণ্ডে ৬৫ জনের মৃত্যু হয়।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: