বিহারে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২০ ২৩:০৯

আপডেট:
২৯ আগস্ট ২০২৫ ০১:২৩

 

প্রভাত ফেরী: ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। গতকাল সোমবার বিকেলে রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান তাকে শপথ পড়ান।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’-এর মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার। এ নিয়ে নীতীশ কুমার সাতবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। একইসঙ্গে টানা চতুর্থবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

গতকাল নীতীশ কুমার ছাড়াও বিজেপি কোটা থেকে দু'জন উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ এবং রেনু দেবী শপথ নিয়েছেন। গতকাল হাম দল থেকে সন্তোষ মাঝি এবং ভিআইপি দল থেকে মুকেশ মাল্লা মন্ত্রী হিসেবে শপথ নেন। সন্তোষ মাঝি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির ছেলে।

শপথ অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, দেবেন্দ্র ফড়নবিস-সহ জ্যেষ্ঠ নেতা এবং দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top