বাঙালির উন্নয়নে বহিরাগতদের ভূমিকা বেশি: বিজেপি নেতা
 প্রকাশিত: 
 ৩ ডিসেম্বর ২০২০ ২২:৫৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২৩:১৪
 
                                
প্রভাত ফেরী: বেফাঁস কথা বলে বিরোধীদের চমকে দেবার অভ্যাস আছে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু বুধবার তাঁর বক্তব্যে কেবল বিরোধীরা নয় নিজ দলের অনেকেই অপ্রস্তুত। বাংলার বিকাশে বাংলার বাইরের মানুষেরা অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এই মন্তব্যের পরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।
বিজেপি বিরোধী সব দলের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা করা হয়। সিপিআইএমের নেতা সুজন চক্রবর্তীর বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করছে। তৃণমূলের নেতা কল্যাণ ব্যানার্জি বলেন বাংলায় যারা থাকে তারা সবাই বাঙ্গালি। তাহলে কেন উনি এমন কথা বলছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলাতে এই বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলবে না বলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সব থেকে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গে বিজেপির কিছু নেতা। সাংবাদিকদের সাথে একাত্ম আলাপের সময় এক বিজেপি নেতা জানিয়েছেন প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে দীলিপবাবু দলের ক্ষতি করছেন।
বিজেপি নেতারা প্রতিদিন ভোরবেলা 'চায়ে পে চর্চা' নামে একটা রাজনৈতিক জনসংযোগ কর্মসূচি চালান। চা খেতে খেতে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তারা। সেরকমই একটা কর্মসূচিতে দিলীপ ঘোষ বুধবার গিয়েছিলেন কলকাতার ক্যানিং স্ট্রিট অঞ্চলে। এলাকাটাতে মূলত হিন্দিভাষীরাই থাকেন। সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে তিনি ইতিহাস উদ্ধৃত করে মন্তব্য করেন, ‘ব্রিটিশ আমল থেকেই বাংলায় কাজ করতে, ব্যবসা করতে এখানে মানুষ এসেছেন। চটকলগুলোতে বা গঙ্গার দু'পারে কলকারখানায় কাজ করতে মূলত অন্য প্রদেশের মানুষরাই এসেছেন। বাংলার যা উন্নয়ন হয়েছে, তাতে বাংলার বাইরের মানুষেরই অবদান বেশি। এরপর তিনি ব্যঙ্গ করে বলেন, ওইসব মানুষরা যদি বহিরাগত হয় - তাহলে কি শাহরুখ খান এখানকার?
ঘটনাচক্রে শাহরুখ খান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর খুবই ঘনিষ্ঠ, তিনি আবার রাজ্য সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি -যারা আবার সামনের বছর ভোটে জয়লাভ করার জন্য কোমর বেঁধে নেমেছে - সে রকম একজনের কাছ থেকে এই মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপক। তৃণমূল কংগ্রেস - সিপিআইএম এবং কংগ্রেস সব দলই সমালোচনা করছে দিলীপ ঘোষের মন্তব্যের।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: