আন্দোলন অব্যাহত, ২৫ ডিসেম্বর কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন মোদি
 প্রকাশিত: 
 ২০ ডিসেম্বর ২০২০ ২৩:১৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৫৮
 
                                
প্রভাত ফেরী: ভারতের নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৫ ডিসেম্বর বিজেপি দলীয় সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মবার্ষিকীতে এ মতবিনিময় করবেন তিনি। শনিবার বিজেপির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উত্তর প্রদেশের আড়াই হাজারেরও বেশি স্থানে কৃষক সংলাপ আয়োজনের কথাও জানিয়েছে বিজেপি। এর জন্য যাবতীয় প্রস্তুতিও জোরদার করা হয়েছে। উত্তর প্রদেশ বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং এবং দলের নেতা রাধা মোহন সিং রাজ্যের বিভিন্ন অংশের দলীয় কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন।
রাধা মোহন সিং দাবি করেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দরিদ্র ও কৃষকদের কল্যাণে নিবেদিতপ্রাণ। কিন্তু নতুন কৃষি আইন নিয়ে বিরোধীরা মিথ্যাচার করে বেড়াচ্ছে। এদিকে শনিবার এক অনুষ্ঠানে নতুন কৃষি আইনের পক্ষে নিজের জোরালো অবস্থানের কথা জানিয়েছেন মোদি। তার দাবি, নতুন পাস হওয়া এ আইন বিনিয়োগকারীদের মনোভাব বদলে দিয়েছে।
নরেন্দ্র মোদি বলেন, বিনিয়োগকারীরা এখন ভারতে কেন-এর বদলে ভারতে কেন নয়-এমনটা ভাবতে শুরু করেছেন। কৃষকরাও সুফল পেতে শুরু করেছে। ভারতে গত সেপ্টেম্বরে পাস হওয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে টানা ২৫ দিন ধরে বিক্ষোভ করছে দেশটির লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। সরকার আইন সংস্কারের প্রস্তাব কৃষকেরা প্রত্যাখ্যান করেছে। আইন বাতিলের দাবিতে অনড় রয়েছে তারা।
উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে করপোরেট চাষী ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনমুতি দিয়েছে। করপোরেশনগুলো আগাম টাকা দিয়ে কী চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকরা মনে করছে, এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত করপোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বৃহৎ সংস্থাগুলোর। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: