নাইজারে ভয়াবহ সন্ত্রাসী হামলা: নিহত ৭৯, আহত অর্ধ শতাধিক
প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২১ ২২:৫৯
আপডেট:
২৯ আগস্ট ২০২৫ ০৭:০৯

প্রভাত ফেরী: নাইজারের দুইটি গ্রামে সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিরা হামলা চালিয়ে ৭৯ জনকে হত্যা করেছে। চৌমাঙ্গ গ্রামে মারা গেছেন ৪৯ জন এবং আহত হয়েছে ১৭ জন। অন্যদিকে সীমান্তের কাছে জরোমদারে আরো ৩০ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৪০ জন। আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি হামলার মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চোমবাঙ্গু গ্রামে নিহত হয়েছেন অন্তত ৪৯ জন। আহত হয়েছেন ১৭ জন। অন্যদিকে জারোমদারে গ্রামে হামলায় আরও ৩০ জন নিহত হয়েছেন। এই দুটি গ্রাম দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে অবস্থিত। ২০১৭ সাল থেকেই ওই অঞ্চলে জরুরি অবস্থা চলছে।
এদিকে ফ্রান্স বলছে, মালিতে নিযুক্ত তাদের দুই সেনা মারা গেছে। সোমবার মালিতে পৃথক আরেকটি হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল।
পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা এবং ইউরোপীয় মিত্রদের নিয়ে একটি জোট গঠন করা হয়েছে যার নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স। কিন্তু নাইজেরিয়া ও মালির মত দেশগুলোতে প্রতিনিয়ত সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, ওই অঞ্চলটির সুরক্ষায় অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ‘আল কায়েদা’ এবং ‘ইসলামিক স্টেট (আইএস)’ এর জঙ্গিরা প্রায়ই হামলা চালায়। দেশটির পশ্চিমাঞ্চলে মালি ও বুরকিনা ফাসো সীমান্তবর্তী এলাকায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় জঙ্গি হামলার ঘটনায় ২০২০ সালে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: