আইএসের হামলা, ইরাকে আশ-শাবি’র ১১ যোদ্ধা নিহত
 প্রকাশিত: 
 ২৪ জানুয়ারী ২০২১ ১৬:৪৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৪৫
 
                                
প্রভাত ফেরী: ২৩ জানুয়ারি শনিবার ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে জঙ্গি গোষ্ঠী আইএস’র এক অতর্কিত হামলায় জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র অন্তত ১১ যোদ্ধা নিহত হয়েছেন। খবর ইরানের মিডিয়ার।
প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতের অন্ধকারে আইএস জঙ্গিরা হালকা অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায়। ইরাকের রাজধানী বাগদাদে আইএস’র জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দু’দিন পর হাশদ আশ-শাবি যোদ্ধাদের হত্যা করল এই জঙ্গি গোষ্ঠী।
এই আধাসামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল-মালিকি বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়। এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও অপর ১০ জন আহত হন। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এজন্য দায়েশ জঙ্গিদের দায়ী করেছেন।
ইরাকে আইএস জঙ্গিরা পরাজিত হলেও তাদের কেউ কেউ এখনো দেশটিতে ঘাপটি মেরে পড়ে আছে এবং সুযোগ পেলে বিক্ষিপ্তভাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ নানা ধরনের নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়ছে।
বিষয়: আইএস’র অতর্কিত হামলা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: