আহত বাম যুব নেতার মৃত্যুকে ঘিরে পুলিশকে আক্রমণ
 প্রকাশিত: 
 ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩২
 
                                
প্রভাত ফেরী: পুলিশের উপর হামলার অভিযোগ মৌলালিতে ছাত্র-যুবদের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রক্তাক্ত হন তালতলা থানার ASI এবং প্রাণ বাঁচাতে এক রেস্তোরাঁয় আশ্রয় নিতে হয় তাঁকে।
নবান্ন অভিযানে (Nabanna Abhijan) আহত বাম যুব নেতার মৃত্যু ঘিরে রবিবার সকাল থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। তারই বহিঃপ্রকাশ হিসেবে এদিন মৌলালিতে DYFI-SFI-এর জমায়েত কর্মসূচিতে ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম যুব কর্মীদের একাংশ। কর্তব্যরত অবস্থায় তালতলা থানার ASI-কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। মাথার পিছন থেকে তাঁকে আঘাত করতে দেখা যায় এক বাম ছাত্রকে। টেনে ছিঁড়ে দেওয়া হয় তাঁর উর্দি। রক্তাক্ত অবস্থায় কর্তব্যরত ওই পুলিশ কর্মী প্রাণ বাঁচাতে আশ্রয় নেন এক রেস্তোরাঁয়। SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে উত্তেজনক কর্মী-সমর্থকদের সামাল দিতে দেখা যায়। দীর্ঘক্ষণ ওই রেস্তোরাঁর ভেতরেই আটকে থাকেন ওই পুলিশ কর্মী। বাইরে স্লোগান তুলতে থাকেন বাম ছাত্ররা।
যদিও সৃজন ভট্টাচার্যের দাবি, 'আমাদের জন্যই পুলিশ আজ রক্ষা পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানুষ খুন করতে পারেন। লজ্জা নেই তাঁদের। এতবড় ঘটনার পর কটাক্ষ করতে এসেছিলেন। উত্তেজিত বাম ছাত্রদের প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছিলেন।' ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় মৌলালি চত্বরে। এরপরই AJC বোস রোড অবরোধ করেন বাম ছাত্র যুব নেতা-কর্মীরা
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: