বন্ধ করলো কলকাতায় স্বাস্থ্যসাথী ক্যাম্প
 প্রকাশিত: 
 ২ মার্চ ২০২১ ১৮:৩০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:১৫
 
                                
প্রভাত ফেরী: ভোটের নির্ঘণ্ট (West Bengal Assembly Election 2021) ঘোষণা হতেই নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে এই মর্মে এবার স্বাস্থ্যসাথী (Swastha Sathi) ক্যাম্পে কোপ বসাল নির্বাচন কমিশন। খাস কলকাতায় বিধি ভঙ্গের অভিযোগ তুলে একটি স্বাস্থ্যসাথীর ক্যাম্প অফিস বন্ধ করে দিল কমিশন।
তবে আগে থেকে ক্যাম্প বন্ধের খবর না থাকায় ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম জমা দিতে আসা মানুষের লম্বা লাইন পড়ে গিয়েছিল। ক্যাম্প বন্ধ থাকায় ফিরে যেতে হয় সকলকে।
জানা গিয়েছে, কলকাতার গড়ফা এলাকায় চলছিল এই স্বাস্থ্যসাথী ক্যাম্প। এলাকার ১০৪ নম্বর ওয়ার্ডের দীনেন্দ্রনাথ মেমোরিয়াল গার্লস হাইস্কুলে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার কর্মসূচি নেওয়া হয়। সোমবার সেই ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়। 
নির্বাচনী বিদি লাগু হওয়ার পর এই ক্যাম্প চালানো এক্তিয়ারের বাইরে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গোটা ঘটনায় সরব স্থানীয় BJP। স্বাস্থ্যসাথী নয় ভোটসাথী বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে গেরুয়া শিবির।
স্বাস্থ্যসাথীর আবেদনকারী এক ব্যক্তির প্রতিক্রিয়া, 'স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তুলতে এসেছিলাম। নামও উঠেছিল। অথচ জানানো হয়নি যে আজ ক্যাম্প বন্ধ থাকবে। এখন ভোট এসে গেল। আর কার্ড পাব কিনা জানিনা।' প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদনের শেষদিন ছিল।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার বহু আগেই এই প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। অল্প দিনের মধ্যেই ব্যাপক সাড়া পড়ে রাজ্যে। কিন্তু গত শুক্রবার নির্বাচন কমিশন আট দফায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে বাংলায়। এমত অবস্থায় এই প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়া নির্বাচনী নিয়মের বহির্ভূত।
বিষয়: খবর কলকাতা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: