গায়ানার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ১৫
 প্রকাশিত: 
 ৮ মার্চ ২০২১ ১৮:১১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:২৭
 
                                
প্রভাত ফেরী: বড় ধরনের বিস্ফোরণে আফ্রিকার দেশ ইকোটরিয়াল গায়ানায় নিহত ১৫ জন। দেশটির বড় শহর বাটায় একটি সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে আহত হয় পাঁচ শতাধিক মানুষ খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।
দেশটির প্রেসিডেন্ট টেয়বরো ওবিয়াং রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, রোববার সেনাঘাঁটিতে বিস্ফোরণের অন্যতম কারণ দায়িত্বশীলদের অবহেলা। ভয়ানক বিস্ফোরক ডিনামাইটগুলো অযত্নে ফেলে রাখার কারণে এগুলো বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।
টেয়বরো ওবিয়াং ১৯৪২ সাল থেকে দেশটি শাসন করে আসছেন। এ বিস্ফোণের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা এখনও জানা যায়নি।
তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক টুইটার বার্তায় জানিয়েছেন, এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা ৪২০ ছড়িয়েছে বলেও জানান তিনি।
ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন। আহতদের বাঁচাতে দ্রুত রক্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যমে। হাসপাতালের বেডে স্থান সংকুলান না হওয়ায় আহত অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: