হাসপাতালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত্রিবাস
 প্রকাশিত: 
 ১১ মার্চ ২০২১ ১৮:০৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:২৭
 
                                
প্রভাত ফেরী: চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে তৃণমূল সমর্থকেরা এই ঘটনায় ষড়যন্ত্রের আঁচ পেয়েই রাজ্যের নানা জায়গায় পথে নেমে বিক্ষোভ দেখাতে ব্যস্ত। এদিন নন্দীগ্রামে রোড শো করার সময় দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা। তিনি সরাসরি জানিয়েছেন চার-পাঁচজন তাঁর ওপর হামলার চেষ্টা করেছে। যার ফলে তাঁর পায়ে এবং শরীরের নানা জায়গায় চোট লেগেছে। 
স্বস্তির খবর, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে শরীরের নানা জায়গায় চোট রয়েছে। মাঝে বাঙ্গুর হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান এমআরআই করা হয়েছে। পরে ফের এসএসকেএমে ফেরত এসেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পায়ের হাড় না ভাঙলেও নানা জায়গায় চোট রয়েছে। বৃহস্পতিবার আজ ফের তাঁর পরীক্ষা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করবেন। 
এদিকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর ওপর 'হামলা'-র ঘটনায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানা জায়গায় অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পাশাপাশি বিরোধী দলগুলির নেতৃত্ব - যার মধ্যে মেহবুবা মফতি, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়ালরা এই ঘটনায় মমতার পাশে দাঁড়িয়েছেন এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন।
বিষয়: মমতার উপর হামলা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: