হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
 প্রকাশিত: 
 ১৩ মার্চ ২০২১ ১৭:৪৯
 আপডেট:
 ১৩ মার্চ ২০২১ ১৭:৫৭
 
                                
প্রভাতফেরীঃ শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মমতার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতাল ছেড়েছেন। তবে তাকে পর্যাপ্ত নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা।
বের হওয়ার সময় দেখা গেছে হুইলচেয়ারে বসে আছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, প্লাস্টার থাকা অবস্থায় চটি নয়, বরং বিশেষ জুতা পরে হাঁটাচলা করবেন মুখ্যমন্ত্রী। সেই জুতা পরেই হাসপাতাল থেকে বের হন তিনি।
চিকিৎসকরা জানান, তার গোড়ালির ব্যথা অনেকটাই কমেছে। শুক্রবার নতুন করে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। সাত দিন পরে ফের তাকে চেক আপের জন্য আসতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব নিয়ম মেনেই চলাফেরা করবেন তিনি। যদিও সাত দিন পরে ফের তাকে চেকআপের জন্য আসতে হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়ি ফিরলেও এখনই সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে পারবেন না তিনি। আগামী কয়েকদিন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে হবে তাকে। শুক্রবার এক ভিডিও বার্তায় মমতা বললেন, ‘সকলে শান্ত থাকুন, মানুষের সমস্যা হয় এমন কিছু করবেন না। কাল খুব জোর লেগেছিল। আমি আশা করছি, কয়েক দিনের মধ্যেই আবার মাঠে নামতে পারব, প্রচারে বের হব। তবে হুইল চেয়ারে ঘুরতে হতে পারে। সেটা সকলে সহযোগিতা করলে সম্ভব হয়ে যাবে।’
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: