মোদির বাংলাদেশ সফরে আচরণবিধি ভঙ্গের অভিযোগ মমতার
 প্রকাশিত: 
 ২৮ মার্চ ২০২১ ১৮:৫০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০৪
 
                                
প্রভাত ফেরী: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দফা ৮টি। এর মধ্যে প্রথম দফা শুরু হয়েছে শনিবারই। আর শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশে আসা দেশটির প্রধানমন্ত্রী শনিবারই (২৭ মার্চ) মতুয়াদের ‘পুণ্যভূমি’ গোপালগঞ্জের ওড়াকান্দি পরিদর্শন করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের বাংলাদেশ সফরে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শনিবার (২৭ মার্চ) খড়গপুরের জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, নির্বাচন চলছে। আর এই সময়ই প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে বাংলা নিয়ে কথা বলছেন। এটা সম্পূর্ণ নির্বাচনী বিধিভঙ্গ।
উল্লেখ্য, ভারতের বিগত লোকসভা নির্বাচনে মতুয়া ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। এখন বিধানসভাতেও মতুয়া ভোটে প্রভাব ধরে রাখতে মরিয়া বিজেপি শিবির।
মতুয়া ভোট টানতেই মোদির বাংলাদেশ সফর কিনা এ নিয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছে।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: