৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে বিমান বিধ্বস্ত; এ পর্যন্ত উদ্ধার ৪০


প্রকাশিত:
৪ জুলাই ২০২১ ১৯:২০

আপডেট:
২৯ আগস্ট ২০২৫ ১৪:৪৭

 

প্রভাত ফেরী: স্থানীয় সময় রোববার ফিলিপাইনে বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়। এতে ফিলিপাইনে ৮৫ আরোহী ছিল, যা খবর পাওয়া গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা । খবর রয়টার্স
তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
বিমানটির ভগ্নাবশেষে আগুন ধরে গেছে আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেনারেল সিরিলিতো।
‘উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে আছেন, আরও প্রাণ বাঁচাতে পারবো এই প্রার্থনা করছি আমরা’, যোগ করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


Top