আত্মহত্যা করলেন ভারতের অন্যতম প্রধান ধর্মীয় সংস্থার শীর্ষ গুরু
প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২১ ২২:১১
আপডেট:
২৯ আগস্ট ২০২৫ ০৩:৫১

ভারতের অন্যতম প্রধান ধর্মীয় সংস্থা সর্বভারতীয় আখড়া পরিষদের শীর্ষ নেতা নারেন্দ্রা গিরি আত্মহত্যা করেছেন। সোমবার উত্তর প্রদেশ রাজ্য পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, নরেন্দ্র গিরিকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন। সেখানে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ।
প্রয়াগরাজ পুলিশ প্রধান কেপি সিংহ বলেন, আমরা সুইসাইড নোটটি পড়েছি। তিনি বিষন্নতায় ভুগছিলেন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তার মৃত্যুর পর আশ্রমের কী হবে সেটিও লিখেছেন।
এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শোক জানিয়ে বলেছেন, আখড়া পরিষদের সভাপতি শ্রী নরেন্দ্র গিরির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি আধ্যাত্মিক চর্চায় আত্মোৎসর্গ ছিলেন। ভারতের সন্ত সমাজের মধ্যে সংযোগ স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ঈশ্বর তাঁকে আপনার পদতলে স্থান দিন। ওম শান্তি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: