ভূমধ্যসাগরের দিকে হামাসের নতুন ৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
 প্রকাশিত: 
 ১ নভেম্বর ২০২১ ২১:৩০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:১৬
                                
প্রভাত ফেরী: শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। তথ্য ইসরাইলি গণমাধ্যমের। ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসনের মুখে হামাস দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা এরই অংশ।
ইসরাইলি গণমাধ্যমের দাবি, শনিবার সকালে হামাস এসব ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরে নিক্ষেপ করে। এর মধ্য দিয়ে হামাস নিজেদের যুদ্ধ-প্রস্তুতি পরীক্ষা করেছে।
২০০৭ সাল থেকে গাজা উপত্যকা ইসরাইলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে। এ কারণে সেখানকার জনগণের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলি অবরোধের কারণে গাজা উপত্যকায় নজিরবিহীন বেকারত্ব ও চরম দারিদ্র্য দেখা দিয়েছে।
অবরোধ অব্যাহত রাখতে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার উপকূলে নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি বজায় রেখেছে। এতে সাধারণ মানুষেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ফিলিস্তিনের জেলেরাও সমুদ্রে মাছ ধরতে পারছেন না। তথ্যসূত্র: পার্সটুডে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: