এশীয় মুদ্রা ব্যবহার করে রাশিয়ার কাছ থেকে কয়লা কিনছে ভারত


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২২ ১২:৫৩

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ২২:১৬

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। রাশিয়া সুইফট হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। জবাবে রাশিয়া বিকল্প পথে মিত্রদেশগুলোর সঙ্গে বাণিজ্য করছে। আর গ্যাস ক্রেতাদের রুবলে গ্যাস কিনতে বাধ্য করেছে।

এই যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বলা যায়, এখন পর্যন্ত এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এশীয় মুদ্রা ব্যবহার করে ভারতের কোম্পানিগুলো রাশিয়ার কাছ থেকে কয়লা কিনছে।

এতে মস্কোর ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটাতে পারছেন ভারতীয় ব্যবসায়ীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top