৯৬ বছর বয়সে মারা গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২২ ১০:১৭
আপডেট:
৬ মে ২০২৫ ১৬:৩৭

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবিসি জানায়, বৃহস্পতিবার বালমোরাল ক্যাসল প্রাসাদে তিনি মৃত্যুবরণ করেন। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় বাসভবন বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, 'রানি আজ বিকেলে বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।'
রানি এলিজাবেথ গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে ছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: