ঋণসীমা বাড়াতে সম্মত বাইডেন-ম্যাককার্থি
প্রকাশিত:
২৮ মে ২০২৩ ২২:৩৭
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০১:৩৫

ঋণ খেলাপি এড়াতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বৃদ্ধিতে একটি সমঝোতায় পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাককার্থি।
জাতীয় ঋণসীমা বৃদ্ধিতে একটি সমঝোতায় পৌঁছার পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে কথা বলছেন কেভিন ম্যাককার্থি।
রোববার (২৮ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শনিবার (২৭ মে) এক বৈঠক শেষে এ বিষয়ে সমঝোতা চুক্তির ঘোষণা দেন তারা।
এর আগে কয়েকদিন দফায় দফায় বৈঠক করে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তারা। অবশেষে জাতীয় ঋণসীমা বৃদ্ধির নির্ধারিত সময় ৫ জুনের আগেই সমঝোতায় পৌঁছালেন বাইডেন ও ম্যাককার্থি।
প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুযায়ী জাতীয় ঋণসীমা দুই বছরের জন্য বাড়ানো হবে। এ বিষয়ে আগামী বুধবার (৩১ মে) কংগ্রেসে ভোট হবে।
রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের স্পিকার ম্যাকার্থি বলেন, ‘কয়েক সপ্তাহের আলোচনার পর আমরা নীতিগতভাবে একটি সমঝোতায় পৌঁছেছি।’
এদিকে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, চুক্তিটি একটি সমঝোতার প্রতিনিধিত্ব করে, যার অর্থ সবাই যা চায় তা পায় না। এ সমঝোতাকে মার্কিন জনগণের জন্য একটি সুসংবাদ হিসেবেও অভিহিত করেন তিনি।
তবে আলোচনায় বড় সাফল্য এলেও ম্যাকার্থি সতর্ক করে বলেছেন, বিলটিতে কংগ্রেসের সমর্থন পেতে এখনও অনেক কাজ করতে হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন বা ৩১ লাখ ৪০ হাজার কোটি ডলার। আগামী পাঁচ জুনের মধ্যে ঋণসীমা বাড়াতে না পারলে খেলাপি হয়ে পড়বে বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: