এবার ভারতকে ন্যাটো প্লাসে অন্তর্ভুক্তির প্রস্তাব
প্রকাশিত:
৩০ মে ২০২৩ ২২:১২
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০১:৩৭

আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। তার আগে মার্কিন কংগ্রেসেশনাল কমিটির পক্ষ থেকে ভারতকে ন্যাটোপ্লাসে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব এসেছে। নয়া দিল্লিকে এই কমিটিতে অন্তর্ভূক্ত করার প্রস্তাব নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগে একটি তাৎপর্যমূলক ঘটনা।
বর্তমানে ন্যাটো প্লাস ৫ একটি নিরাপত্তা বিষয়ক আয়োজন। এই নিরাপত্তাবিষয়ক শক্তিশালী ব্যবস্থাপনায় ন্যাটোর সাথে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইজরাইল, দক্ষিণ কোরিয়া। গোটা বিশ্বের প্রতিরক্ষা মজবুত করার লক্ষ্যে এই আয়োজন বলে ন্যাটো সূত্রে জানানো হয়। আর এই প্ল্যাটফর্মে যদি ভারত চলে আসে, তাহলে বাধাহীনভাবে গোয়েন্দা তথ্য আদানপ্রদান ও সামরিক ব্যবস্থা সম্পর্কিত প্রযুক্তিকে সহজে ব্যবহারের সুযোগ পাবে দিল্লি।
উল্লেখ্য, বর্তমানে বিশ্ব কূটনৈতিক আঙিনায় শি জিনপিংয়ের চীনের সাথে কার্যত ঠান্ডা সংঘাতে রয়েছে জো বাইডেনের আমেরিকা। আর এই সংঘাতের একটি অন্যতম কেন্দ্র হলো তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে দুই দেশের দাপটের দড়ি টানাটানির মাঝে দিল্লিকে ন্যাটো প্লাসে অন্তর্ভূক্ত করার জন্য মার্কিন কংগ্রেসশানাল কমিটির প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মার্কিন কংগ্রেশনাল কমিটি ও সিসিপি মনে করছে, ন্যাটো প্লাসে ভারত থাকলে তা শক্তিশালী করবে গোষ্ঠীকে।
এদিকে, মার্কিন কংগ্রেসে এই প্রস্তাবটি পেশ করেন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি। সিলেক্ট কমিটি বলছে, তাইওয়ানের নিরাপত্তা আরো বাড়াতে প্রয়োজন আমেরিকার সাথে তার সঙ্গীদের বন্ধনকে আরও মজবুত করা। মার্কিন কমিটি মনে করে, ন্যাটো প্লাসে ভারতকে আনলে দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে। বিশ্ব প্রতিরক্ষার দিক থেকেও তা লাভ এনে দেবে।
উল্লেখ্য, গত ছয় বছর ধরে এই প্রস্তাব নিয়ে কাজ করছেন মার্কিনি-ভারতীয় রমেশ কাপুর। আর তার মতে এইটি খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: