মেঘালয়ে মুখ্যমন্ত্রীর দফতরে গণবিক্ষোভ, আহত ৫
প্রকাশিত:
২৫ জুলাই ২০২৩ ২১:১৪
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২২:২৪

উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দফতরে সোমবার (২৪ জুলাই) গণবিক্ষোভ ও হামলা করেছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ নিরাপত্তারক্ষী।
জানা গেছে, ওয়েস্ট গারো হিলসের তুরা শহরে নিজের দফতরে আটকে রয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তার অফিস ঘিরে রেখেছে কয়েক শ’ বিক্ষোভকারী। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দফতরে পাথর ছুঁড়তে শুরু করে তারা। নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে হামলার মুখে পড়তে হয় তাদের।
বিগত কয়েক দিন ধরেই তুরাকে শীতকালীন রাজধানী ঘোষণা করার দাবি জানাচ্ছিল গারো হিলসের বেশ কয়েকটি সংগঠন। সরকারের ওপর চাপ তৈরি করতে বেশ কয়েক দিন ধরেই অনশন করছে তারা। সোমবার বিক্ষোভকারীদের আলোচনার জন্য ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রীর দফতরে পাথর ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: