ভারতে ভাঙা সুড়ঙ্গে ফের ধস, আহত ২
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৩ ১২:৪৮
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৫:৫১

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ভাঙা সুড়ঙ্গের ভেতর গত রবিবার থেকে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে অগ্রগতি হয়নি। ওই সুড়ঙ্গে গতকাল বুধবার সকালে আবারও ধস নামে। এ ঘটনায় উদ্ধারকারী দলের দুজন সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করতে গতকাল উদ্ধারকাজে নামানো হয় বিমানবাহিনীর সদস্যদের।
দিল্লি থেকেও নতুন যন্ত্র আনা হচ্ছে। শ্রমিকদের দ্রুত বের করে আনার চেষ্টা চলছে বলে দাবি করেছেন সরকারি কর্মকর্তারা। উদ্ধারকাজে দেরি হওয়ার অভিযোগ তুলে ঘটনাস্থলে বিক্ষোভ দেখিয়েছে জনতা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: