ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ১৩
প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৮
আপডেট:
৫ মে ২০২৫ ০৬:০৯
ভারতের মধ্যাঞ্চলে মহাসড়কে ট্রাকের সাথে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১২ জন বাসযাত্রী এবং একজন ট্রাকচালক ছিলেন।
বুধবার রাতে মধ্যপ্রদেশ রাজ্যের গুনা জেলা এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার পুলিশ অফিসার অনুপ ভার্গব বলেন, এই দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৬ জন দগ্ধ হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অঞ্চলটি নয়া দিল্লি থেকে প্রায় ৯০০ কিলোমিটার (৫৬৫ মাইল) দক্ষিণে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানো, সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পুরানো যানবাহনের কারণে ভারতে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় এক লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: