ভারী বৃষ্টিতে মিজোরামে পাথর খনিতে ধস, মৃত অন্তত ১০
প্রকাশিত:
২৮ মে ২০২৪ ১৭:০৯
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০২:৩৮

ভারী বৃষ্টির ফলে ভারতের মিজোরাম রাজ্যের আইজল জেলার একটি পাথর খনি ধসে পড়ে ১০ জন মারা গেছেন। আরও অনেকেই সেখানে আটকা পড়েছেন।
আটকে পড়া মানুষদের বের করে আনার জন্য একটি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তারা জানান, 'উদ্ধার কার্যক্রম নিরবচ্ছিন্ন বৃষ্টি ও ভূমিধসের কারণে বিঘ্নিত হচ্ছে।'
এ এলাকার সব স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, বেশ কিছু গুরুত্বপূর্ণ মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে ভূমিধসের কারণে গাড়ি চলাচল বন্ধ আছে।
জাতীয় মহাসড়কের এক অংশে ভূমিধসের কারণে দেশের বাকি অংশের সঙ্গে আইজলের যোগাযোগ বন্ধ রয়েছে।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে রোববার রাতে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল।
ভারতের আবহাওয়া অধিদপ্তর সমগ্র আসামজুড়ে ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে পরবর্তী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: