ফ্রান্সে বিমান বিধ্বস্ত, সকল আরোহীর মৃত্যু


প্রকাশিত:
১ জুলাই ২০২৪ ১৬:২১

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০২:৩৬


ফ্রান্সের প্যারিসের পূর্ব দিকে হাইওয়েতে গতকাল রোববার সিঙ্গেল ইঞ্জিনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রাজধানীর কাছের এক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে এবং হাই-ভোল্টেজের পাওয়ার লাইনে আঘাত করে। এরপরেই বিমানটি হাইওয়েতে বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, ছোট বিমানটিতে থাকা সকল আরোহী নিহত হয়েছে। তবে বিমানটি হাইওয়েতে বিধ্বস্ত হলেও কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। এই দুর্ঘটনার পর হাইওয়ের দুইদিক থেকেই চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top