ইতালিতে উগ্র-ডানপন্থীদের আস্তানা থেকে ক্ষেপণাস্ত্রসহ অস্ত্র উদ্ধার
প্রকাশিত:
১৭ জুলাই ২০১৯ ০৬:২৯
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০১:৩৪

ইতালির উত্তরাঞ্চলে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট অভিযান চালিয়ে উগ্র-ডান চরমপন্থী গোষ্ঠীগুলোর কাছ থেকে একটি ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে।
এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, এদের দুজনকে ফোরলি বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।
গ্রেফতারকৃতরা হলেন- ইতালির সাবেক কাস্টমস কর্মকর্তা ও উগ্র ডানপন্থী ফরচা নুয়াভা পার্টির সক্রিয় কর্মী ফাবিও দেল বেরজিওলো (৫০), সুইজারল্যান্ডের নাগরিক আলেসান্দ্রো মন্তি (৪২) এবং আরেক ইতালীয় নাগরিক ফাবিও বেরনার্দি (৫১) ।
অভিযানে নব্য-নাৎসি প্রচারণা উপকরণও জব্দ করা হয়েছে। যে ক্ষেপণাস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তা কাতারের সেনাবাহিনী ব্যবহার করে বলে ইতালীয় পুলিশ জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ফ্রান্সের তৈরি মাতরা সুপার ৫৩০এফ বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পূর্ব ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনীগুলোকে ইতালির কট্টর ডানপন্থীদের সহায়তার বিষয়ে তদন্তের অংশ হিসেবে অভিযানটি চালানো হয়।
তুরিনের স্পেশাল পুলিশ ফোর্স দিগোস অভিযানের নেতৃত্ব দেয়। মিলান, বারিসে, ফোরলি ও নোবারা পুলিশ তাদের সহযোগিতা করে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: