ফিলিপাইনে নৌকা ডুবিতে ৩১ জনের মৃত্যু
প্রকাশিত:
৫ আগস্ট ২০১৯ ২২:৩১
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০১:৩২

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তিনটি নৌকা ডুবে অন্তত ৩১ জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫৫ জন যাত্রী ও ক্রু-কে। এখনও নিখোঁজ রয়েছে আরও ৩ জন। তাদের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। কোস্ট গার্ডের একজন কর্মকর্তার বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী বলছে, দেশটির উপকূলের গুইমারাস প্রণালীর কাছে শনিবার কাঠের তৈরি তিনটি যাত্রীবাহী নৌকা ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফিলিপাইনেও গত কয়েকদিন ধরে বর্ষণ ও মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মকর্তা ফ্রাঙ্কো আগুদা বলেন, নৌকাডুবিতে নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে যাত্রী ছাড়া নৌকার নাবিকও রয়েছেন।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা রেনে পামুসপুসান নৌকাডুবিতে ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকাডুবির ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ৫৫ জনকে উদ্ধার করেছে পুলিশ।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফিলিপাইন নিউজ অ্যাজেন্সি (পিএনএ) নৌকাডুবির ঘটনায় দেশটির নিরাপত্তাবাহিনীর দুই সদস্যের নাটকীয় উদ্ধার তৎপরতার ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, কোস্টগার্ডের এক সদস্য ধীরে ধীরে ডুবতে থাকা একটি নৌকার অংশ আঁকড়ে ধরে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।
দক্ষিণপূর্ব এই এশিয়ার দ্বীপ দেশটিতে নৌপরিবহন নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। প্রত্যেক বছরই নৌকাডুবিতে শত শত মানুষের প্রাণহানি ঘটে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: